আধুনিক জীবনের টানাপোড়েন, একাকিত্ব, প্রেম আর সময়ের অস্থিরতার ছায়ায় গড়া এই কবিতাগুচ্ছ। প্রতিটি কবিতা এক-একটি আয়না, যেখানে জীবন, সম্পর্ক ও অস্তিত্বের অনিশ্চয়তা মিশে যায় মৃদু অনুভবের সুরে। নতুন সময়ের হৃদয়ের ভাষা খুঁজে নিন কৃষ্ণ মণ্ডলের কবিতায়।
হেমন্তের ফুলগুলি ১
জানলা দিয়ে আগুন আসে
আমি গ্রহণ করি
আগুন আমার নৈবেদ্য
চোখ তুলে ঘড়ি দেখি আর পুজো করি
ধূপের ধোঁয়ায়
ভরে ওঠে করোটি
শব্দ আসার পথে
ঘর-সংসার বসে থাকে
সচেতন হতে বলে গন্ধ
থেমে যেতে চায় হাত
মরে যাব বলে লেখা
আর তখনই
ফুল পড়ে
হেমন্তের ফুল
লেখা আর লেখার ইচ্ছায়
হেমন্তের ফুলগুলি ২
কাটা আমলকীর উপর দিন ফুরোল
আমাকে ফুরিয়ে তুমি
বেড়েছ অনেক
দিনান্তে আলনায় গুছিয়ে রাখছ
তোমার সচেতন হওয়া—
হাওয়াকে বুঝতে বুঝতেই
দল বেঁধে উড়ে যাচ্ছে পায়রা
এমনই ক্ষণস্থায়ী
লেখার মুহূর্ত।
তবুও জোর করে বসে থাকা
শুধুমাত্র তার কথা ভেবে
যে আমাকে প্রলাপ আর
প্রলাপ লিখত শুধু
উসকে দিত
অর্থহীন হবার সাহস এবং আলো
নিজস্ব উদ্যোগে হাজির করাত
ভূতগ্রস্ত সব শ্রোতা, আর…
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
হেমন্তের ফুলগুলি ৩
বিকেলের কাছে যত মাথানত পাখি
ফেরে
যে-গাছে তার ফেরার সুখ
আষ্টেপৃষ্ঠে থাকে।
সুখ না জেনে সুখে যাওয়া
পাখিদের দিকে তাকিয়ে থাকি—
শব্দরা আসতে থাকে
পিঁপড়েরাও এসে
ঘর বাঁধে ডিম পাড়ে
ডিম ফেলে চলে যায়—
ডিম থেকে লেখা জন্মাতে থাকে
জন্মে জন্মে যায়…
বহুদিন পর হয়তো
খেয়াল করি তাকে
কিংবা করে কেউ—
হাওয়ার আসা আনিশ্চয়
কিংবা হাওয়া এসে
তোলে অর্থের ঢেউ
হেমন্তের ফুলগুলি ৪
ভয়ংকর প্রতিভাবান আমি
আমি শূন্য দিয়ে
শব্দ ছেঁকে নিতে জানি
মাংসপেশী থেকে সুতো বের করে
বোঝা আর না-বোঝা জুড়ে দিতে পারি অনায়াস
ভয়ংকর প্রতিভাবান আমি
তোমার ঘুমের ভেতর ঢুকে
তোমারই স্তন্য মুখে মাখি
ঘুণাক্ষরেও টের পাও না তুমি
শিশ্নের পথে সজোরে অহংকার নেমে গেলে
দেয়াল ধরে আস্তে আস্তে
নদী-নৈতিকতায় নামি…
হেমন্তের ফুলগুলি ৫
আঁধারে ডোবার ঠিক আগে
তোমার মনোযোগ চাইছে আকাশ
কিন্তু তুমি আটকে আছ পাখিতে
যদিও পাখি উড়ে গেছে
পাখিরই দেখানো পাখিপথ দিয়ে
এখন তুমিও নিয়ন্ত্রণে সক্ষম,
শব্দের পাশে উপযুক্ত শব্দ আনার ট্রিগার
এখন তোমার আঙুলে—
এখনই সঠিক সময়
নিবিড় হয়ে লেখা থামাবার…
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।