preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
মধ্যরাতের উলকি ও অন্যান্য কবিতা
কবিতা

মধ্যরাতের উলকি ও অন্যান্য কবিতা

প্রকাশিত হল দেবশ্রী দে’র চারটি কবিতা, ‘শান্ত এক শ্বাপদের ডাক’, ‘মধ্যরাতের উলকি’, ‘দুলছে সাহসী ফুল’ এবং ‘বিফল কামোদে বাজো’।

শান্ত এক শ্বাপদের ডাক

সান্নিধ্যসংকুল পথে হাঁটি বার বার
আহত হওয়ার দিকে টেনে নিয়ে যায়
সে কোন শান্ত শ্বাপদ!
কেন যে যায় না বলা
এমন জহিন-ডাকে
মোহদষ্ট মুখের এক অবয়ব দেখি

মধ্যরাতের উলকি

তন্নতন্ন করে
খুঁজে চলি রোজ
আরেকটি নেবুলার ভাষা
পরিচিত আলো সব হতাশ করেছে
বহুবার। তবে কেন শোনাব তোমাকে
মালকোষ, মাঝরাতে ঘুরবে আঁধার
আর কেন পাকে পাকে প্রহরে প্রহরে
কবজির ইতিহাসে উড়েছে শকুন
সহস্র প্রিয়জনের মৃত্যুর পরেও
আমার বাবাকে মাকে দেখেছি সহাস
তবু
আকাশে নতুন তারা সংখ্যায় বাড়েনি কোথাও

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

দুলছে সাহসী ফুল

নির্দ্বিধায় নিয়মিত নিয়েছ যাপনে
অহংকারে আমার কালো হল তাই
লালিত-কাজল
পর্যটন কেন্দ্র জানে
শূন্য হয়ে গেছে ভূমি প্লাবনে খরায়
এখনও কি গান হবে
এখনও কি কথা বেঁচে ভ্রমর-মায়ায়
সন্দিহান, তবু দেখি
দুলছে সাহসী ফুল
প্রভঞ্জনে প্রতিকূলতায়

বিফল কামোদে বাজো

প্রতিদিনের নাটকে দেখা
যেকোনো চরিত্রের আড়ালে তোমার ছবি ভাসে
আমাকে জানায় তারা
কতখানি অভিমানে সামনে আসো না
পরিচিত পর্দা থেকে আলো সরে গেলে
জড়িয়ে ধরার লোভ এখনও নবীন
পরিত্যক্ত বিছানায় শোনো
বিফল কামোদ বেজে যায়
তবু
শিশির-নরম সুরে স্মৃতিদাগ মুছে দিতে চাই


কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

মন্তব্য করুন

লেখক

দেবশ্রী দে: ( জন্ম– ইং. ১৯৮৬ সন), হাওড়ার শিবপুরের বাসিন্দা। স্কুল এবং কলেজ জীবনে লেখালিখির সঙ্গে যুক্ত থাকলেও ২০২১-২২ থেকে লিটল ম্যাগাজিনের মাধ্যমেই সাহিত্যের মূলস্রোতে প্রবেশ করেছেন। নিয়মিত কবিতাচর্চা এবং বিভিন্ন ধরনের বই পড়া-ই বর্তমান যাপন। সাম্প্রতিককালের বেশ কিছু উল্লেখযোগ্য পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। কলকাতা বইমেলা, ২০২৩-এ প্রথম কাব্যগ্রন্থ— ‘গার্জিয়ান কল’ প্রকাশিত হয়েছে ( প্রকাশক— গীর্বাণ)। এছাড়াও দু-টি কাব্যগ্রন্থ ‘লাইন ওভার লাইন’ ( প্রকাশক— কবিতাপাক্ষিক) এবং ‘কয়েকটি বিশুদ্ধ প্রলাপ’ ( প্রকাশক— ইতি তিলোত্তমা) প্রকাশিত হয়েছে ২০২৪-এ। লেখালিখির পাশাপাশি ইলাস্ট্রেশন ড্রয়িং-ও চর্চার বিষয়।

অন্যান্য লেখা

দেখতে পারেন