শিবরাম চক্রবর্তীর “স্বামী মানেই আসামী”, এই সংকলনে স্থান পেয়েছে সাতটি গল্প—“স্বামী মানেই আসামী”, “স্বামীসুখ”, “স্বামী হওয়ার সুখ”, “স্ত্রীসুখ”, “প্রজাপতির নির্বন্ধ”, “প্রেম এবং দাঁত”, ও “নব্য উপকথা”। প্রতিটি গল্পে আছে—স্বামী-স্ত্রীর টানাপোড়েন, প্রেমের হাস্যকর বিপর্যয়, মানব-মনের স্ববিরোধ, আর দৈনন্দিন জীবনের অসামান্য কৌতুক। সংসারের হাসি-কান্নার মিশেলে রচিত এই গল্পগুলো একদিকে বিনোদন, অন্যদিকে আত্মপরিচয়ের আয়না।
বিস্তারিত প্রতিক্রিয়া