দেশ স্বাধীন হওয়ার বছর দুয়েক পরে, বহরমপুর শহরে এক গণমিছিলের ওপর আছড়ে পড়া রাষ্ট্রীয় সন্ত্রাস হঠাৎ করেই দেখে ফেলে এক কিশোর । সেদিন বাড়ি ফিরে এসে, অনেক রাতে ভেতরের বারান্দায় লন্ঠনের আলোয় সে লিখে ফেলে তার প্রথম গদ্য যা আদতে এক নিষিদ্ধ ইস্তাহার। সেদিনের সেই নাবালক রবি সেনের প্রায় সাত দশকের নিরলস গদ্য চর্চা থেকে উঠে এসেছিল কিছু ভিন্নধর্মী ছোটো গল্প, যা অনায়াসে তাদের নির্মাণকৌশলের জোরে চিহ্নিত করতে পারে তার যাপনকাল এবং বাংলা সাহিত্যের গল্প বলার বদলে যাওয়া ভঙ্গিমার বাঁকগুলোকে।
এই সংকলনের গল্পগুলি আরও একবার মনে করিয় দেয়, লেখা কোনও অসামাজিক প্রক্রিয়া নয়। সমাজের সঙ্গে আবিষ্ট সংশ্লেষেই লেখার জন্ম।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া