এ গল্পের বইটি অপ্রাপ্তবয়স্কদের জন্যও। সেন্সরবোর্ড যেমন U লিখে ইউনিভার্সাল বোঝাতে চায়, তেমন। এ গল্পগুলি ছোটদের জন্য, এমনভাবেও বিষয়টা উল্লেখ করা যায়; কিন্তু তাতে একটু বেঁধে দেওয়াও হয়, যেন গল্পগুলি বড়দের জন্য নয়। বড়রা পড়েন, আর ছোটরা পড়ে না—এরকম একটা কথা চালু হয়েছে। ছোটদের জন্য, তাদের মত করে লেখালেখি কি মন দিয়ে করা হয়, এ প্রশ্নটা অবশ্য ছোটরা করে না। তারা বেছে নিতে শিখেছে। এই গল্পের বইটি নিয়ে বরং বলা যায়, যারা এবং যাঁরা, বেছে নিতে পারে ও পারেন, তাদের তথা তাঁদের জন্য।
বিস্তারিত প্রতিক্রিয়া