‘এই অঞ্চলের পাথরের জিওলজিক এজ, মানে তাদের আসল বয়স জানাটাই প্রথম কাজ। সেটা আমি ওশ শহরে বসেই অনেকটা করে এসেছি। একটা জিওলজিক্যাল ম্যাপ তৈরি রয়েছে আমার কাছে। সেখান থেকেই বুঝতে পারি, জায়গাটা এখনও ভার্জিন রয়েছে। এখানে সভ্যতার পা পড়েনি। আমাদের কাজের জন্য একেবারে আদর্শ।’
কী ছিল সেই জায়গাটায়?
জায়গাটি কিরঘিজস্তান। আর সেখানে ছুটে বেড়ায় এক স্বপ্নিল কিশোর, তার নাম রু। যার সঙ্গে দেখা হয় ভানুর। ভানু ছুটোছুটি করে খেলে বেড়াতেই বেশি ভালোবাসে। নতুন কিছু পাওয়া গেলেই তার আনন্দ। ছুটে এসে দেখে, প্রশ্ন করে। আবার সব খবর জেনেশুনে দৌড়ে খেলতে চলে যায়। অসমবয়সীরা মিলে এক আশ্চর্য নেশায় মেতেছে সকলে।
ওদের বন্ধুত্ব আর উপত্যকার রহস্যময় নির্জনতার আড়ালে লুকিয়ে থাকা রহস্য নিয়ে
‘এক যে ছিল রু’।
বিস্তারিত প্রতিক্রিয়া