preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-র কবিতা
কবিতা

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-র কবিতা

প্রকাশিত হল ‘মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-র কবিতা’। ‘ভাঙনের নিচে দাফন হওয়া শব্দবীজ’, ‘চাষির জিহ্বায় জোৎস্নার আঁশ’, ‘ঘুমিয়ে পড়া বাঘের দিনলিপি’, ‘পরগাছা রাষ্ট্রের গর্ভপাত’ এবং ‘মৌন উচ্চারণের গর্ভলিপি’ এই পাচঁটি কবিতা এই গুচ্ছ কবিতায় স্থান পেয়েছে।

ভাঙনের নিচে দাফন হওয়া শব্দবীজ
যাদের মুখ ছিল
ওরা এখন মুখোশের নিচে বাস করে
শ্বাস ফেলে রেশমি গন্ধ
অথচ ভিতরে
সুড়ঙ্গ কাটে শব্দহীন বিস্ফোরণে
বিষদাঁতের গল্পে উত্তেজনা নেই আর
শিকড়ের নিচে পচে যাওয়া বর্ণমালা থেকে
জেগে ওঠে এক পরিত্যক্ত স্তবক
যেখানে ‘মা’ শব্দটির নিচে চাপা পড়ে
একটি ভাঙা লাঙল
সুন্দরবনের ঘুমন্ত বাঘেরা রাতে
বদলায় শরীর
হয়ে ওঠে মানুষের মুখে হাঁসফাঁস করা শ্বাস
পশুর নদ এখন মৃত কৃষকের বুকের ওপর
জোয়ার আনে কেবল স্বপ্নে
ম্যাসেজ পার্লারের পাশে জন্ম নিচ্ছে
অশ্রুত উচ্চারণ—
সতেরোটি মৌন শরীর
নদীর জলে গর্ভপাত ঘটায়
অপ্রকাশ্য আত্মজীবনী
চাষি বলে না কিছু
জিহ্বা হৃৎপিণ্ডের পাশে ঝুলে থাকে
নির্জন মাঠে বুনে যায়
বাঁশতলার পুরোনো ব্যথার বীজ
যেগুলো বৃক্ষ হবে না
তবু কান্না দেবে
শিকারিরা আর গর্জে না
এরা আসে ভোরের দাওয়াতে
জ্যোৎস্নার মাংস টেনে নেয় ধীরে
আর আয়নার ভিতর
এক বালিকা কুয়াশার দিকে তাকিয়ে বলে:
‘আমি এখনও ফুল হইনি
তবু কেন ঝরে গেলাম?’

চাষির জিহ্বায় জোৎস্নার আঁশ
জিহ্বা তুলে রাখে চন্দনের থালায়
আগুন ছিল না
তবু পুড়েছে প্রার্থনার ফসল
দাঁড় টানে না বহুদিন চাষি
কাঁধে উঠেছে ধান নয়
সরকারি মৌচাকের ফাঁপা ঘর
ঘুমন্ত ছেলের বুক থেকে উঠে আসে
পরিত্যক্ত ফসলি গান
যা বাঁধে না আর কারও মুঠো
তবু রাত হলে
হেঁটে যায় জলচাপা মাঠে
চোখের কিনারে টলমল করে
একফালি জোৎস্নার আঁশ
আর চাষ হয় না হৃদয়ের জমিন ...।

ঘুমিয়ে পড়া বাঘের দিনলিপি
আমি জানি
বাঘেরা রাতে ঘুমায় না
শুয়ে থাকে গাছের পাতায়
একেকটি ক্লান্ত প্রতিশ্রুতি হয়ে
যে নদী ছিল বন্যদের
সে এখন হজম করে
নৌকা ও বস্ত্র
তার তলদেশে মিশে গেছে
মাছরাঙার ঘ্রাণ
আমার ঘুমে প্রতিদিন দেখি
এক বাঘ—লাফিয়ে লাফিয়ে
আকাশ থেকে পড়ে গিয়ে
পৃথিবীর মানচিত্র চিবিয়ে খায়
তার দাঁতের ফাঁকে
কৃষকের হাত
মেয়ের চুল
এক ফালি আকাশ
তবু কেউ চিৎকার করে না...

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

পরগাছা রাষ্ট্রের গর্ভপাত
রাষ্ট্র জন্মেছিল
এক পুরোনো জরায়ুতে
যেখানে সংবিধানের পাতা
ছিল ছেঁড়া ও ধুলোমাখা
রাষ্ট্র এখন পরগাছা হয়ে লেপটে গেছে
আমার ঘর
তোমার শরীর
আমাদের চোখের পাতার ভেতর
তাদের যাজকরা বলে
‘গর্ভ হলো ঈশ্বরের খাতা’;
কিন্তু প্রতিটি ঋতুস্রাবের ফোঁটায়
আমি দেখি
একটি রাষ্ট্রের গর্ভপাত
যা রয়ে যায়
তা কেবল ছেঁড়া কান্নার শিরোনাম
আর এক গর্ভবতী শিমুল গাছ
যাকে পোড়ানো হয়েছে
ফেসবুক লাইভে...

মৌন উচ্চারণের গর্ভলিপি
ভাষা জন্মে না মুখে
ভাষা জন্মায়
তলপেটের মৃদু কাঁপনে
যেখানে প্রথম ‘না’
কখনও লেখা হয়নি
বালিকা নির্বাক হয়ে হাঁটছিল
বিকেলের এক শঙ্খচূর্ণ পথ ধরে
যোনিপথে রেখেছিল রাষ্ট্র
একটি চুক্তির খসড়া
তবু, সেই মেয়ে
একদিন উচ্চারণ করবে
একটি শব্দ—
থাকবে না কোনো অভিধানে
কোনো ধর্মে
কোনো আদালতে
আর শব্দ হবে
পৃথিবীর শেষ গর্ভগান...


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

মন্তব্য করুন

লেখক

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী-র জন্ম ও বেড়ে ওঠা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে। যৌবনে প্রান্তিক সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। এখন কবিতা ঘিরেই যাপনকাল। সম্পাদনা: শিল্প সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’। সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ পত্রিকা ও অনলাইন সম্পাদনা করছেন। তার প্রকাশিত বই ৫টি। প্রথম কবিতা বই: কুড়ানো সুখ।

অন্যান্য লেখা

দেখতে পারেন