এ বইয়ের অধিকাংশ লেখাই হারানো
সময়ের। লেখকের হারানো জীবনের। কিন্তু, কিছু কি হারায়! ইছামতী নদী হারায় না, টাকি
স্টেশনও না, প্রতিমাও হারায় না দুর্গার, তাদের রূপ বদলে যায়। এ সেই শক্তির মত,
রূপান্তরিত হয়। আবার কালের মাত্রাকে যদি ধরা যায়, মহাকালের চোখে কতটুকুই বা সময়,
যে সময়ের কথা ধরা পড়ল এই বইতে! চোখের বদল ঘটে বটে, আর মনের। সে মন ব্যক্তিক হোক
অথবা সামগ্রিক। দ্রুত বদলের দুনিয়ায় কত কী-ই তো হারানো বলে মনে হয়। মনে হয়, কিন্তু
আমরা ধরেও তো রাখি বুকের ভিতর কয়লার রেলগাড়ির ধোঁয়া, খোসাওয়ালা চিনেবাদাম,
বন্ধুদের প্রতি নির্ভরতা, সব কিছু। এ বই হারানোর নয়, আসলে মনে রাখার। যা মনে রয়ে
যায়, তা-ই মনে পড়ে যায়। আর যা মনে পড়ে যায়, তার মধ্যে থেকে ছেঁকে নেওয়া অংশই
অন্যকে জানাতে হয় — নির্দ্বিধ। এ বই মনে পড়ার, পড়ানোর। জানার ও জানানোরও।
বিস্তারিত প্রতিক্রিয়া