কেতাব-ই আয়োজিত রোম্যান্টিক গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২৫ জন গল্পকারের পাঠানো গল্প থেকে নির্বাচিত প্রথম ১২টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছিল রোম্যান্টিক গল্পের সংকলন ‘কেতাব-ই-ইশ্ক’। কিন্তু ওই ১২টি গল্প ছাড়াও বেশ কিছু গল্প আমরা পেয়েছিলাম যেগুলি সমান শক্তিশালী, বৈচিত্র্যময়; ভাষা, ভাবনা এবং আঙ্গিকে অনন্য। আকারগত সীমাবদ্ধতার কারণে যে-গল্পগুলিকে সংকলনে রাখা সম্ভব হয়নি। আর সেই জায়গা থেকেই আমাদের নতুন প্রয়াস রোম্যান্টিক গল্পের ই-বুক সংকলন ‘তুঁহু’। প্রতিযোগিতায় নির্বাচিত পরবর্তী ১২টি অসামান্য গল্প নিয়ে এই সংকলন। এই ভিন্ন স্বাদের অনন্য সংকলনটি আগের সংকলনটির মতোই পাঠক-আদৃত হবে বলে আমাদের বিশ্বাস।
বিস্তারিত প্রতিক্রিয়া