নিরুপম তো সর্বাংশেই গ্রাম্য বালক। সে দেখলি বলে না, দেকলি বলে। ‘পরিষ্কার’ নয়, ‘পোস্কার’, ‘এসেছিলো’ হয়ে যায় ‘এশ্চিলো’। শুধু তো শব্দের উচ্চারণবিকৃতি নয়, স্থানীয় দিশি ভাষার—ন্যানজারি খাঞ্চপোষ নৈরেকার খানথিত্তি বেওয়া-বালতি সুখসামদা জাতীয় অজস্র শব্দের ইতস্তত স্বাভাবিক প্রয়োগ বা লোকজীননের প্রাত্যহিকে বিবিধ আচার-আচরণ, অসংখ্য মেয়েলি কুসংস্কার, অজস্র ট্যাবু সব নিয়েই শক্তির গদ্যভাষা গ্রামবাংলার গন্ধমাখা বিশ্বস্ত ছবি। ‘সমাজসেবা’ হয়তো তাঁর অভীষ্ট নয়। কিন্তু আজকের এই ইলেকট্রনিক সংস্কৃতির বিকিরণের দিনে যিনি আমাদের এমন করে স্বদেশমাটি চিনিয়ে দিতে পারেন, দেহাতি মানুষজনের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে চান, তাঁর নিজস্ব চাওয়া না-চাওয়ার বাইরে লোকজীবনেরই পটুয়া। —অমলেন্দু চক্রবর্তী, ২০০০।
বিস্তারিত প্রতিক্রিয়া