প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘প্রমদা’ একটি সাসপেন্সে ভরপুর গোয়েন্দাধর্মী উপন্যাস, যা উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজজীবনের পটভূমিতে রচিত। সন্তোষপুর গ্রামের এক রাতে নবকুমার বসুর রহস্যময় খুন ঘিরে শুরু হয় দারোগা বাঁশীরামের তদন্ত। সন্দেহের তীর ক্রমে ঘনীভূত হয় নবকুমারের কনিষ্ঠা স্ত্রী প্রমদার দিকে—এক নারীর প্রেম, বিশ্বাসঘাতকতা ও নৃশংসতার অন্ধকার জাল উন্মোচিত হতে থাকে ধাপে ধাপে। মানবমনের লুকোনো পাপ-বাসনা ও গ্রামীণ সমাজের দ্বিমুখী নৈতিকতার তীব্র রূপ ফুটে ওঠে এই কাহিনিতে, যা পাঠককে শেষ অব্দি শিহরিত করে রাখে।
বিস্তারিত প্রতিক্রিয়া