রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক খগেন্দ্রনাথ মিত্রের অনুরোধে ‘আর্য্যাবর্ত্ত’ পত্রিকায় একটি প্রবন্ধ লিখতে শুরু করেন। ক্রমে তা ইতিহাসের ছায়া অবলম্বনে লিখিত একটি আখ্যায়িকার আকার নেয়। ১৯১৪ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম অ্যাখ্যান গ্রন্থাকারে প্রকাশিত হয়। কুষাণ বংশের ইতিহাস বিষয়ে লেখা ‘পাষাণের কথা’ তথ্যভারাক্রান্ত। রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর ভূমিকায় লিখেছিলেন- ‘পাষাণের কথা প্রাচীন পাষাণের কথা হইলেও ইতিহাসের ছায়া অবলম্বনে লিখিত আখ্যায়িকা, ইহা বিজ্ঞানসম্মত প্রণালীতে রচিত ইতিহাস নহে’।
বিস্তারিত প্রতিক্রিয়া