গড্ডলিকা পরশুরামের প্রথম গল্পের বই। প্রকাশকাল ১৯২৪। প্রকাশক ছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বইয়ে ছবি এঁকেছিলেন যতীন্দ্রমোহন সেন। এ বইয়ের মোট পাঁচটি গল্প। পরশুরামের লেখা প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই বইয়ের প্রথম গল্প। এ ছাড়া এতে রয়েছে চিকিৎসা-সঙ্কট, মহাবিদ্যা, লম্বকর্ণ ও ভূষণ্ডীর মাঠে।
বিস্তারিত প্রতিক্রিয়া