ব্রজেন্দ্রলাল বন্দোপাধায় ইতস্ততঃ বিক্ষিপ্ত, ঐতিহাসিক উপাদানসমূহ অবলম্বন মোগল সাম্রাজ্যের দুই প্রজন্মের দুই বিদুষী মহিলা বাবর কন্যা ‘গুল্বদন্’ এবং আওরংজেবের জ্যেষ্ঠা কন্যা ‘জেব্-উন্নিসা’র প্রামাণ্য জীবন চরিত রচনা করছিলেন। ‘মোগল-বিদুষী’ নামে এই গ্রন্থখানি ১৯২১ সালে প্রকাশিত হয়। ‘হুমায়ূন্-নামা’র রচয়িতা গুল্বদন্ তাঁর সুদীর্ঘ জীবনে পিতা বাবর, বৈমাত্রেয় ভাই হুমায়ূন্ ও ভ্রাতুষ্পুত্র আক্বর—মোগল বংশের এই তিন পুরুষের অভ্যুদয়, ভাগ্যবিপর্য্যয় এবং প্রতিষ্ঠা স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। ‘হুমায়ূন্-নামা’ তাঁর জীবনের অভিজ্ঞতালব্ধ একটি আকর গ্রন্থ। এক অর্থে গুল্বদনের জীবনী, শুধু তাঁর ব্যক্তিগত জীবন-কথা নয় মোগল সাম্রাজ্যের প্রারম্ভিক ইতিহাস।
এই গ্রন্থের অপর চরিত্র আওরংজেবের জ্যেষ্ঠা কন্যা ‘জেব্-উন্নিসা’, লেখকের কথায়- “প্রকৃতি জেব্-উন্নিসাকে সৌন্দর্য্যের ললামভূতা করিয়া সৃষ্টি করিয়াছিলেন। বাহিরের রূপ, আর অন্তরের পাণ্ডিত্য ও কবিত্ব-প্রতিভা তাঁহার অসামান্য গৌরবের কারণ হইয়াছিল। … দুঃখের বিষয়, ইতিহাসের নামে কোন কোন উর্ব্বরমস্তিষ্ক কল্পনাজীবি লেখক, এই বিদ্যাচর্চ্চা-নিরতা, নিষ্ঠাবতী, আজীবন-কুমারী, নির্ম্মলস্বভাবা জেব্-উন্নিসাকে, অসম্ভব কাল্পনিক কাহিনীর নায়িকারূপে চিত্রিত করিয়া জনসাধারণের মনোরঞ্জনের প্রয়াস পাইয়াছেন। গল্পের উৎকৃষ্ট পাত্রী বাদ্শাহী হারেমের কুমারী-কন্যার মত আর কি হইতে পারে? … তাহাদের অবাধ-কল্পনার ঘৃণিত তুলিকায়, জেব্-উন্নিসার অকলঙ্ক নির্ম্মল মূর্ত্তি ঘোর মসীবর্ণে চিত্রিত হইয়াছে।”
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া