এক কাকভোরের কলকাতার গড়ের মাঠে একটি মৃতদেহ ঘিরে শুরু হয় এক জটিল খুনের মামলা, মৃতদেহের কপালের তলা থেকে চিবুক পর্যন্ত মুখের সমস্ত অংশটা শটগানের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। প্রথম দর্শনে সহজ মনে হলেও, যত তদন্ত এগোয়, তত খুলে যেতে থাকে একের পর এক চমকপ্রদ সূত্র। জয়ন্ত, মানিক ও পুলিশ অফিসার সুন্দরবাবুর তীক্ষ্ণ বুদ্ধি, হাস্যরসে ভর করে অপরাধীর অপ্রত্যাশিত রূপ উন্মোচন হয় শেষ পর্যন্ত।
বিস্তারিত প্রতিক্রিয়া