মণিলাল গঙ্গোপাধ্যায়ের গল্পসংকলন ‘কায়াহীনের কাহিনি’ প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে (১৩৫২ বঙ্গাব্দ)। এই গল্পগ্রন্থে মোট ছয়টি গল্প রয়েছে— হরতনের গোলাম, বাঁশির ডাক, লাট্টুর ঘূর্ণি, কঙ্কালের টঙ্কার, অতিথির আবদার, এবং খোট্টাই শরবত। প্রতিটি গল্পে লোকজ জীবন, ব্যঙ্গ, অদ্ভুত কৌতুক ও অলৌকিকতার মিশ্রণ পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়। মণিলালের সহজ অথচ প্রাঞ্জল ভাষা, চরিত্র নির্মাণের দক্ষতা এবং গ্রামীণ জীবনের রঙিন টানাপোড়েন এই সংকলনকে স্মরণীয় করেছে। দৈনন্দিন বাস্তবতার ভিতরে লুকিয়ে থাকা অদ্ভুত ও রূপকধর্মী আখ্যানের জন্য বইটি পাঠকের মনে এক বিশেষ আকর্ষণ তৈরি করে।
বিস্তারিত প্রতিক্রিয়া