জীবনানন্দ দাশের জীবনযাপন শিল্প ও জীবনের টানাপোড়েনের এক কালজয়ী কাহিনি। পারিবারিক প্রত্যাখ্যান, প্রেম ও অভিমান, আর থিয়েটারের মঞ্চে শিল্পীর একান্ত সাধনা মিলেমিশে এখানে ফুটে উঠেছে মানুষের চিরন্তন দ্বন্দ্ব। ব্যক্তিগত যন্ত্রণার ভেতর দিয়েই অজিত খুঁজে ফেরে শিল্পের মর্যাদা ও জীবনের অর্থ। এ উপন্যাস শুধু এক জীবনের গল্প নয়—এ শিল্প ও অস্তিত্বের অনিবার্য অনুসন্ধান।
বিস্তারিত প্রতিক্রিয়া