ইতিহাস যখন লিখিত হয়নি, জলদস্যু বা বোম্বেটের অত্যাচার আরম্ভ হয়েছে তখন থেকেই। আঠারো শতাব্দীর প্রথম দিকে জলদস্যু এডওয়ার্ড টিচ, ওরফে ‘কালোদেড়ে’-এর উত্থান। সে কেবল স্পেন ও ফ্রান্সের শত্রুই ছিল না, নিজের জাতভাই ইংরেজদেরও সুবিধা পেলে ছেড়ে দিত না এবং সমগ্র ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ তার নাম শুনলেই ভয়ে কেঁপে সারা হত। হেমেন্দ্রকুমার রায়ের ‘হন্তারক নরদানব’ উপন্যাসে এই এডওয়ার্ড টিচ, ওরফে ‘কালোদেড়ে’-এর উত্থান-পতনের কাহিনি বিবৃত হয়েছে।
বিস্তারিত প্রতিক্রিয়া