অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘হানাবাড়ির কারখানা’ ‘মৌচাক’ পত্রিকায় বাংলা ১৩৬১ সালের বৈশাখ থেকে কার্তিক সংখ্যায় ধারবাহিরূপে প্রকাশিত হয়। ১৩৭০ সালে পুস্তকাকারে প্রকাশ পায়।
‘হানাবাড়ির কারখানা’ রিচার্ড হ্যারিস বারহ্যামের আখ্যানের ছায়াবলম্বী রচনা। অবনীন্দ্রনাথ ‘হানাবাড়ির কারখানা’য় বারহ্যামের রহস্যময় ভৌতিক জগতের আকর্ষণীয় প্রকাশভঙ্গিতে ফ্যান্টাসি প্রলেপ মিশিয়েছেন। অবনীন্দ্রনাথের গদ্যে ফল্গুনদীর মতো একটা ছন্দ রয়ে যায়। ‘হানাবাড়ির কারখানা’য় ছন্দ একেবারে প্রত্যক্ষ, স্পষ্ট হয়ে উঠেছে ছন্দ-ঝংকার। গদ্যের ছাঁচে লেখা হলেও বাক্যের শেষে প্রায়ই একটা মিল আছে। এই প্রসঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘এগুলো পড়তে হলে শুধু গল্পের মতো একটানা পড়ে গেলে হবে না। এগুলো আসলে কবিতা —ছন্দ রেখে ঠিক সুরে এগুলো পড়লে তবেই রস পাওয়া যাবে।’ বারহ্যামের গল্পগুলিও এমন ছন্দময়। ছন্দে ছন্দে ভৌতিক পরিবেশ এক ভিন্নতর মাত্রা পেয়েছে। বীভৎস রস জাগানো নয়, অবনীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল ছোটোদের আনন্দ দান। স্নিগ্ধ, সরস ভাষায় সেই আনন্দদান যে বাস্তব-রূপ পেয়েছে, তা বলাই বাহুল্য!
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া