সালসতী দ্বীপের বেন্দোরাতে আরব-সাগরের পাশের একটি পাহাড়ের উপর এক সুরম্য বাড়িতে মাণিকজী নামের এক পার্শি যুবক সস্ত্রীক বাস করতেন। মাণিকজীর অনুপস্থিতিতে এক রাতে তার বাড়িতে চুরির হয় এবং মাণিকজীর সুন্দরী যুবতী স্ত্রী এক অজ্ঞাত আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন। প্রাথমিক তদন্তে এটুকু বোঝা যায় এই চুরিই খুনের একমাত্র কারণ। কিন্তু তদন্ত যত এগোয় জানা যায় চুরি আসলে গৌণ মাণিকজীর সুন্দরী যুবতী স্ত্রী মিরিয়ম বাঈকে খুন করাই ছিল হত্যাকারীর আসল উদ্দেশ্য। তাহলে খুনি কে? এই খুনের পিছনের আসল কারণই বা কী?
বিস্তারিত প্রতিক্রিয়া