‘বুদ্ধচরিত’ মহাকবি অশ্বঘোষের এক অনবদ্য সৃষ্টি। সংস্কৃত ভাষায় রচিত এ গ্রন্থের সংস্কৃত নাম ‘বুদ্ধচরিতম্’। এই মহাকাব্যে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। সংস্কৃত ছাড়াও এই মহাকাব্যের তিব্বতি এবং চৈনিক ভাষায় ২৮টি সর্গের অনুবাদ পাওয়া যায়। তবে সংস্কৃতের মূল পান্ডুলিপির মাত্র ১৭টি সর্গ আবিষ্কৃত হয়েছে, অবশিষ্ট সর্গগুলি পাওয়া যায়নি।রথীন্দ্রনাথ ঠাকুর পিতৃদেব রবীন্দ্রনাথের আদেশে ১৯০৫ সালে বুদ্ধচরিত বাংলাভাষায় তর্জমা করতে প্রবৃত্ত হন। প্রথম তিন সর্গ রবীন্দ্রনাথ নিজে সংশোধন করে দিয়েছিলেন।
বিস্তারিত প্রতিক্রিয়া