‘ব্রজবিলাস’ প্রমাণ করে বিদ্যাসাগরের কলম কেবল সংস্কারের ভাষ্য নয়, বিদ্রূপের খড়্গও। ভণ্ড সমাজ, ছদ্মভক্ত, আর আত্মপ্রবঞ্চনায় মত্ত মানুষদের তিনি কটাক্ষ করেছেন এমন তীক্ষ্ণতায় যে হাসির আড়ালেই রক্ত ঝরে। “কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য” নামের আড়ালে তিনি দেখিয়েছেন—আড়ম্বর যতই থাক, ভিতরে ফাঁপা সমাজকে নগ্ন করে দেওয়া যায় ব্যঙ্গেই।
বিস্তারিত প্রতিক্রিয়া