“সুকান্ত নতুন যুগের সার্থক কবি। সাধারণ মানুষের সঙ্গে এমন একাত্মতা, সহজ কথা সোজাসুজি বলতে পারার এমন দুঃসাহসী ক্ষমতা সুকান্তর সমসাময়িক আর কোন কবি দেখাতে পেরেছেন কিনা সন্দেহ।... সুকান্তর কবিতা যাঁরা পড়বেন, তাঁরা এ কথা স্বীকার করবেন যে, সুকান্তর কবিতা শুধু শুধুই বিরাট সম্ভাবনার ইঙ্গিত নয়, তাতে আছে মহৎ পরিণতির সুস্পষ্ট পদধ্বনি। ‘ছাড়পত্র’ তাই বাংলা সাহিত্যে স্থায়ী আসন পাবে।” - সুভাষ মুখোপাধ্যায়, ছাড়পত্র কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকা থেকে উদ্ধৃত।
বিস্তারিত প্রতিক্রিয়া