‘আদায়ের ইতিহাস’ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস-তালিকায় ষোড়শ গ্রন্থ। মুদ্রিত গ্রন্থতালিকায় আদায়ের ইতিহাসের অবস্থান অষ্টাবিংশতিতম। উপন্যাসটির নির্ভুল প্রকাশ তারিখ পাওয়া যায় না। সম্ভবত গ্রন্থটি দীর্ঘকাল অমুদ্রিত ছিল। অনুমান ১৯৪৭ সালে প্রকাশিত, প্রকাশক এস. সি. সরকার অ্যান্ড সন্স. লি. কলকাতা। ১৩৬৮ (১৯৬১ খ্রি) বঙ্গাব্দে বিভূতি প্রকাশন কলকাতা কর্তৃক এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রথম সংস্করণে প্রচ্ছদশিল্পীর নাম অনুল্লেখিত ছিল, দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদশিল্পী কানাই পাল। কেতাব-ই সংকলিত গ্রন্থে প্রথম সংস্করণের পাঠ গ্রহণ করা হয়েছে। উপন্যাসাকারে প্রকাশের পূর্বে মতিলাল রায় সম্পাদিত ‘প্রবর্তক’ পত্রিকার ২৬তম বর্ষের (১৩৪৮) কয়েকটি সংখ্যায় অসম্পূর্ণভাবে পাঁচ কিস্তিতে উপন্যাসটি প্রকাশিত হয়। তারপর যে কোনো কারণেই হোক আদায়ের ইতিহাস প্রকাশ বন্ধ থাকে। ২৮তম বর্ষের অর্থাৎ ১৩৫০ সালের বৈশাখ থেকে উপন্যাসটি আবার গোড়া থেকে প্রকাশিত হতে শুরু করে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া