প্রতিভা সরকার
‘প্রতিভা সরকার’ নামটির সঙ্গে সাহিত্যপ্রেমী মাত্রই পরিচিত। বর্তমানে যে গুটিকয় মানুষের শক্তিশালী কলম বাংলা গদ্য-সাহিত্যের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে, তিনি তাঁদের মধ্যে অগ্রগণ্য। তাঁর গল্প সমাজের বিভিন্ন স্তরের মানুষের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সত্যকে তিনি তাঁর অননুকরণীয় ভঙ্গিতে নির্মমভাবেই উপস্থাপন করেন; যা কখনও অস্বস্তিকর, বেদনাদায়ক, কিন্তু কখনোই তিনি মিথ্যে আশার প্রলেপ দিয়ে তাকে সহনীয় করে তোলার চেষ্টা করেন না। আবার একইসঙ্গে কোথাও মানুষের লড়াইটাও শেষপর্যন্ত জারি থাকে তাঁর গল্পে। আর একটা অদ্ভুত বিষয় হল, প্রতিটি গল্পে তিনি একইসাথে প্রবলভাবে উপস্থিত এবং অন্তর্হিত। যেন স্পাই ক্যামেরার মতোই তাঁর পর্যবেক্ষণ গোপন, বিস্তারিত এবং সেইসঙ্গে নির্বিকার, ব্যক্তিগত মতামতহীন। সে-ভার তিনি সযত্নে পাঠকের হাতে তুলে দেন।