বেবী সাউ
বেবী সাউ কবি, প্রাবন্ধিক, গবেষক, ছোটগল্পকার, অনুবাদক ও সম্পাদক। বাংলা এবং ইংরেজি সাহিত্যে স্নাত্তকোত্তর। তিনি সাউথ এশিয়া জার্নাল(নিউ জার্সি, আমেরিকা) এবং আবহমান পত্রিকা সম্পাদনা করেন। বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতা অনুবাদ হয়েছে অসমিয়া, ওড়িয়া, হিন্দি, ইংরেজি, গ্রীক, রুশ এবং আরবি ভাষায়। তিনি নিজে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় নিয়মিত করেন। অনুবাদ করেন। তিনি বাংলা, ওড়িয়া, হিন্দি, উর্দু, ইংরেজি সহ বিদেশী বেশ কিছু ভাষায় পারদর্শী। বিভিন্ন ভাষা থেকে তিনি নিয়মিত বাংলা এবং হিন্দিতে অনুবাদ করেন। সম্প্রতি তিনি ১০০বছরের বাংলা নারীদের কবিতার হিন্দি অনুবাদ ‘সমকালীন বাংলা কবিতা’ নামে একান্নজন কবির কবিতা অনুবাদ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত বাংলা আকাদেমি পুরস্কার ২০২০, মাসিক কৃত্তিবাস পুরস্কার, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সম্মাননা সহ আরও অন্যান্য পুরস্কারে পুরস্কৃত তিনি।